ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

ডেস্ক | টেন্ডারবাজি, তদবির বাণিজ্য ও অনৈতিক অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডাকসুর ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে।

আজ দুপুরে ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলাটির আবেদন করেন ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সভাপতি (ভিপি) মো. মোজাহিদ কামাল উদ্দিন। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।

মামলার অভিযোগে সম্পর্কে বাদী সাংবাদিকদের জানান, নুরুল হক নুর ছাত্র সংসদের ভিপি পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক সুপারিশ ও তদবির বাণিজ্যসহ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত। বিষয়টি গত ৫ই ডিসেম্বর বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি। নুর এ ধরনের কাজ করে ভিপি পদটিকে কলঙ্কিত করেছেন। একজন সাধারণ ও সচেতন শিক্ষার্থী হিসেবে আমি অপমানিত বোধ করছি বলে তার বিরুদ্ধে মামলার আবেদন করেছি।

মামলায় দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় অভিযোগ এনে নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *