রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের নির্মানাধীন একটি কারখানার বালুর স্তপ থেকে জাহিদ হাসান দুর্জয় (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জাহিদ ওই গ্রামের আকতার হোসেনের ছেলে। সে স্থানীয় তেলিহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
শুক্রবারে সকালে শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।
কিশোরের দাদী কমলা খাতুন ও আকতার হোসেন জানান, গতকাল (বৃহস্পতিবার) বিকাল থেকে জাহিদ নিখোঁজ ছিল। শিশুটির খোঁজে মসজিদ ও বিভিন্ন এলাকার মাইকিং করা হয়। শুক্রবার সকালে জাহিদের খোঁজে পার্শ্ববর্তী নির্মানাধীন একটি কারখানার (চায়না প্রজেক্টের) প্রাচীরের ভেতর বালুর স্তুপ থেকে মরদেহ খুজে পাওয়া যায়। মরদেহটির মুখের অংশ ছাড়া পুরো অংশই বালু নিচে ছিল।
এব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বালু নিচে লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।