শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়িচালা গ্রামে চাঁদা দাবি করে প্রতিপক্ষের লোকজন সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় প্রতিবাদ করায় কৃষক আব্দুর রহিম হাওলাদারকে হত্যার হুমকি দেয়া হয়।
(৩০ নভেম্বর শনিবার) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়িচালা গ্রামে ওই ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানাযায়, ভুক্তভোগী আব্দুর রহিম হাওলাদার
উপজেলার ডুুমবাড়িচালা এলাকায় জমি ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন। একই এলাকার প্রতিপক্ষ মাইনুদ্দিনের ছেলে জহিরুল ইসলামসহ আরো কয়েকজন ১ লক্ষ টাকার চাঁদা দাবি করে সিমনা প্রাচির নির্মাণে বাঁধা প্রধান করে।
শনিবার সকালে ঐ জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান করে। এক পর্যায়ে কৃষক আব্দুর রহিম হাওলাদারকে প্রতিবাদ করতে গেলে তাকে হত্যার হুমকি দেয়া হয় ও এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।