ঢাকা: আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে আগামীকাল সকাল ৬টা থেকে সারা দেশে অভ্যন্তরীণ সকল নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সকল ধরণের নৌযান চলাচল করবে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ প্রভাব অনেকটা স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) আজ রবিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’–এর কারণে প্রায় দুই দিন ধরে ঢাকার সদরঘাটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। গত শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে আজ রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি।