ব্রাহ্মবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগরে ২ জন খুন হয়েছেন। বাচ্চু মিয়া (৩২) নামে বাঞ্ছারামপুরের এক ব্যবসায়ী খুনের ঘটনায় তার স্ত্রী রীনা আক্তার (২৬) ও প্রেমিক রফিক মিয়াকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সকালে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের চক থেকে হাত-পা বাধা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাচ্চু মিয়া তেজখালি ইউনিয়নের বিষ্ণুরামপুর (বাড়াইলচর) গ্রামের হারিছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাচ্চু মিয়ার স্ত্রী পাশের বাড়ির রফিকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে বিচারও হয়েছে। স্বামী বাচ্চুর সঙ্গে রিনার প্রায় সময়ই ঝগড়াঝাটি হতো। পরকীয়া প্রেমিক রফিকের সঙ্গে পরিকল্পনা করে বাচ্চুকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে হত্যা করে পালিয়ে যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, খাল্লা চকের ভেতর থেকে বাচ্চু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে নবীনগরের দক্ষিণ লক্ষিপুর গ্রামের এক পতিত ফসলি জমি থেকে আাজ রোববার সকালে মো. নাছির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত আবদুল লতিফ মিয়ার ছেলে। সে চার সন্তানের জনক।
গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরেই এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার ভোররাত থেকেই দক্ষিণ লক্ষিপুর গ্রামের ফসলি জমিতে লাশটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ওসি রনজিত রায় জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।