৮ উইকেটে হারলো বাংলাদেশ

Slider খেলা

খেলা: রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৩/৬ সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্যটা ১৫.৪ ওভারে টপকে যায় ভারত। এ জয়ে সিরিজে সমতা ফেরালো স্বাগতিকরা।

বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু সেটি ধরে রাখতে পারেনি টাইগাররা।ওপেনিং জুটিতে ৭.২ ওভারে আসে ৬০ রান। লিটন দাস রান আউট হলে ভাঙে এ জুটি। ২১ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রান করেন লিটন। দলীয় ৮৩ রানে বিদায় নেন নাঈম শেখ।
ওয়াশিংটন সুন্দরের বল উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েন শ্রেয়াস আইয়ারের হাতে। ৩১ বলে ৫ চারে ৩৬ রান করেন তিনি।

প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহীম সুবিধা করতে পারেননি আজ। ৬ বলে ৪ রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। একই ওভারে সেট ব্যাটসম্যান সৌম্য সরকারকেও তুলে নেন চাহাল। ২০ বলে ২ চার ও এক ছক্কায় ৩০ রান করেন সৌম্য।

দলীয় ১০৩ রানে সৌম্যর বিদায়ের পর মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন চেষ্টা করেছিলেন ।আফিফ হোসেন ৮ বলে ৬ রান করে আউট হয়ে ফিরে যান। এরপর কিছুক্ষণ লড়াই করে ইনিংসের ১৯তম ওভারে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২১ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করেন বাংলাদেশি অধিনায়ক। শেষতক ১৫৩ রানে থামে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে ৭ ও আমিনুল ইসলাম বিপ্লব ৫ বলে ৫ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে লেগস্পিনার চাহাল ২৮ রানে ২টি, ওয়াশিংটন সুন্দর ২৫ রানে ১টি, দীপক চাহার ২৫ রানে ১টি ও খলীল আহমেদ ৪৪ রানে নেন ১ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *