রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুর জেলা ইজতেমা ঘিরে সাদ – জোবায়ের পন্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা ।
অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে শ্রীপুর পৌর শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাদ পন্থীর শ্রীপুরের আমির মো. আবুল কালাম আজাদ বলেন, জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে গাজীপুর জেলার এই ইজতেমা শ্রীপুরে আয়োজন করা হয়েছে।
আয়োজনের পর থেকে জোবায়ের অনুসারীরা আমাদের ইজতেমা করতে দিবে না বলে হুমকি দিয়ে আসছে।
এমন অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ।
তিনি আরো জানান, তাবলীগ জামাআতের সকল মুরব্বিদের পরামর্শক্রমে শ্রীপুর পৌর শহরে এই ইজতেমার ময়দান নির্বাচন করা হয়েছে।
আগামী ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পযন্ত এই তিনদিন চলবে ইজতেমা। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধীক মুসল্লির সমাগম হবে।
এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা নিরাপত্তা দাবি করছি। যাদে করে আমরা গাজীপুর জেলার এই ইজতেমার সব কাজ সফল ভাবে করতে পারি।
তিনি আরও বলেন, ইজতেমায় যদি কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে তারা তা করবেন না। তারা কারও সঙ্গে মারামারি হানাহানি করবেন না, ময়দানে বসে ইবাদত করে চলে যাবেন।
অপরদিকে জোবায়ের পন্থীর শ্রীপুরের আমির কাজি মাঈনুদ্দিন বলেন, বিশ্ব ইজতেমার ময়দানে সাদ পন্থীরা আমাদের মুসল্লীদের রক্তাক্ত জখম করেছে, তার ইসলাম বিরোধী আলোচনা করেন, এজন্য এদেশের আলেম সমাজ তাদের প্রত্যাখান করেছে।
তাই তাদেরকে শ্রীপুরের আলেম সমজা ইজতে করতে দিবে না।
এই ইজতেমা বন্ধের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দেয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. লিয়াকত আলী জানান, প্রশাসনের অনুমতিক্রমে সাদ পন্থীদেরকে ইজতেমা করার অনুমতি দেয়া হয়েছে।
আর জোবায়ের অনুসারীরা যাতে ইজতেমাকে ঘিরে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য শ্রীপুর পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।