আন্দোলনের মুখে আহসানউল্লাহ’র ভিসি’র পদত্যাগ

Slider শিক্ষা


শিক্ষাঙ্গন: আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কাজী শরিফুল আলমের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা ৪ দিন ধরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার পদত্যাগ করেন ভিসি। বিশ্ববিদ্যালটির ভর্তি পরীক্ষা আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্টের নিয়োগ দেয়া ভিসি, প্রোভিসি ও রেজিস্টার ছাড়াই ২৬শে অক্টোবর সমাবর্তন আয়োজন করতে যাচ্ছিল বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির সনদে মূল স্বাক্ষরকারী হবেন ভিসি। আর সমাবর্তনেই মূল সনদ দেয়া হয়। কিন্তু বিশ^বিদ্যালয়টির তিন পদে প্রেসিডেন্ট কোন ব্যক্তিকে মনোনয়ন দেননি।

এ কারণে সমাবর্তন স্থগিতের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *