সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণের পর হবিগঞ্জের পৌর মেয়র গোলাম কিবরিয়া গউছকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছ রবিবার সকালের দিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক রোকেয়া আক্তার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে গউছের আইনজীবী নূর ইসলাম জানান।
এদিকে গউসকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন সেখানে উপস্থিত বিএনপিকর্মীরা।
আদালত গত ২১ ডিসেম্বর শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তাদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ৮ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দিতে বলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল এই ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দিলে এই আদেশ আসে।
নতুন আসামিদের নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।