সাময়িক ভালো লাগা”– খায়রুননেসা রিমি

Slider সাহিত্য ও সাংস্কৃতি


তোমার মনবাগানে বুঁদ হয়ে পড়ে থাকার
নেশাটা অবশেষে কেটে গেল।
এখন আর আমি –
সেকেন্ড, মিনিটের হিসেব কষে তোমার উপস্থিতি, অনুপস্থিতির প্রহর গুনি না।
অহেতুক প্রণয় প্রলাপে কালক্ষেপণও করি না।তোমার
মৌন মিছিলে বিলুপ্ত হলো আমার আমার ষোড়শী আবেগ।ঘোর লাগা এক নেশায় মোহান্ধ হয়ে পড়ে থাকতাম তোমাতে।
সাময়িক ভালোলাগায় রঙীন ছিল আমার পৃথিবী।
সেই ভালোলাগাকে পুঁজি করে লিখলাম
কিছু প্রেম কাব্য।
তুমি আমার লেখার উপমা হয়েছিলে।
মন বাগানের পুরোটা জুড়েই ছিল তোমার
একচ্ছত্র আধিপত্য।
সরাতে চেয়েও পারিনি সরাতে।
আজ তা এমনি এমনিই সরে গেল।
আমিও বেঁচে গেলাম তোমার নির্লিপ্ত অবহেলা থেকে।
তোমার মনবাগানে উঁকি দেয়ার সময়ও হয়তো হবে না
আমার।আমিও যে ভয়ঙ্কর এক যন্ত্রমানবী।
ব্যস্ততা আমাকে অক্টোপাসের মতো গিলে
খায় এক লহমায়।
ব্যস্ত স্রোতে তলিয়ে যাই গভীর জলে।
হয়তো আর মনেও পড়বে না তোমাতে
ডুবে যাওয়ার রঙীন সুখগুলোর কথা।
বৈরী সময় এভাবেই বদলে দেয় সবকিছু।

মগারদিয়া,বাড্ডা,ঢাকা।
১৬-১০-১৯
সন্ধ্যা ৭ টা ১০ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *