।
ডান হাতে মোর সূর্য হাসে বাম হাতে শুক্লা চাঁদ,
আলো আমার দুচোখ জুড়ে জোত্স্না ভাঙে বাঁধ।
বুকের উঠোনে খেলা করে চোখের মণি দুটি,
হৃদয়জুড়ে দিবস রাতে করে যে ছোটাছুটি।
তারাই আমার বুকের মানিক তারাই চোখের মণি,
তারাই আমার মণিকাঞ্চন তারাই সোনার খনি।
চোখে যতো স্বপ্ন আমার তাদের জন্যই আঁকি,
মিষ্টি মুখের বাবা ডাক শুনতে ব্যাকুল থাকি।
বুকের উপর বসে যখন হেসে করে খেলা,
সুখ সাগরে ভাসে তখন আমার মনের ভেলা।
ঘোড়া সেজে পিঠে নিয়ে যখন খেলা করি,
অসীম সুখে মনটা তখন আনন্দে যায় ভরি।
বুকের ঘরে বসত করে মনে ফোটায় ফুল,
স্নিগ্ধ সুবাসে উথলে আমার হৃদয়ের দুই কূল।
তারাই সুখের স্বর্গ কানন তৃষিত মুখে জল,
তারাই আমার ছোট্ট বুকে প্রশান্তি নির্মল।
তারাই আমার হৃদস্পন্দন দুই চোখের ই জ্যোতি,
তারাই যেনো সুনীল আকাশ আলোক অরুণদ্যুতি।
তাদের জন্য প্রার্থণা রয় প্রভূ তোমার তরে,
রেখো তাদের উভয় কূলে সম্মানিত করে!
রচনাঃ ১২ ফেব্রুয়ারি, ২০১৭।