কিশোরগঞ্জ: দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বৃদ্ধা জয়নব বিবিকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সেই নারীর ছেলে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন।
আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া টপটেন গলি এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আবুল হোসেনের স্ত্রী জয়নব বিবি সকালে নিজের রান্নাঘরে কাজ করার সময় ৪-৫ জনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত বাসার দেয়াল টপকে তাঁর ওপর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা ও হত্যার ঘটনা ঘটতে পারে।
হামলার সময় পাশের ঘর থেকে তার ছেলে দেলোয়ার এগিয়ে এলে তার ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। এতে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।