কালীগঞ্জের লোহাকুচি সীমান্তে ধানের স্লীপ নিয়ে মারামারিতে একজনের মৃত্যু

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে লোহাকুচি বাজারে ধানের স্লীপ না দেয়াকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়।

ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় আবু তালেব এর পুত্র আব্দুর রহিমকে (৪৮) কালীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লোহাকুচি বাজারে সংঘটিত ঘটনার সময় প্রত্যক্ষ দর্শীরা ও স্থানীয় ব্যক্তিরা জানায়, গোড়ল ইউনিয়ন পরিষদ সদস্য মফিজ উদ্দিন এর নিকট থেকে সরকারী গুদামে ধান দেয়ার জন্য দুলালী গ্রামের মৃত ফজলে করিম ব্যাপারীর পুত্র খালেকুজ্জামান মৌসুম সরকারের বরাদ্ধকৃত ধানের স্লীপ চেয়ে ব্যর্থ হয়।

আজ শনিবার সকালে ইউপি সদস্য মফিজ উদ্দিন লোহাকুচি বাজারে এলে মৌসুম ও তার দুই ভাইসহ অন্যান্য ব্যক্তিরা তাকে আক্রমন করে।

এতে মফিজ মেম্বার এর মামাত ভাই আব্দুর রহিম বাধা দিতে এগিয়ে এলে সবাই মিলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধরক প্রহর ও বুকে উপর্যুপরি লাথি ও ঘুষি মারে।এতে সে মাটিতে লুটে পরে।

উপস্থিত ব্যক্তিগণ গুরুতর আহত আব্দুর রহিমকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয় নি। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *