কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজকে ২০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Slider জাতীয় বাংলার আদালত


ঢাকা: কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ধানমন্ডি থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।

আজ শনিবার বেলা ১২টার দিকে ফিরোজকে নিয়ে আদালতে রওনা হয় পুলিশ। আদালতে রিমান্ড আবেদন করার পর আজ বেলা তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালেই তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে আটক করে র‌্যাব। আটক করা হয় আরো কয়েকজনকে।

অভিযানে ইয়াবা ছাড়াও একটি বিদেশি পিস্তল, ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে র‍্যাব-২’র অধিনায়ক আশিক বিল্লাহ জানান, ঘটনাস্থল থেকে ৫৭২ পিস আমেরিকার তৈরি প্লেয়িং কার্ড, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ক্যাসিনো খেলার কয়েন ও গন্ধ নেই এমন নতুন ধরনের হলুদ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ক্লাবের ভেতর দেখেছি ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, এ থেকে আমরা মনে করছি এখানে একসময় ক্যাসিনো খেলা হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *