ভারতকে ১০৬ রানে অলআউট করল বাংলাদেশ

Slider খেলা জাতীয়

ঢাকা; যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে মাত্র ১০৬ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আজ শনিবার শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি ভারতীয় টপ অর্ডাররা। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে। অপরদিকে দলীয় স্কোর দুই অংকের ঘরে পৌছানোর পূর্বেই ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাকিব-মৃতঞ্জয়রা। সাকিব-মৃতঞ্জয়ের পর অফস্পিনার শামিমের ঘুর্ণিতে মাত্র ৬২ রানে ৭ উইকেট হারায় ভারত। এরপরও নিয়মিত বিরতিতে বাংলাদেশের বোলাররা উইকেট নিতে থাকলে ৩২.৪ ওভারে মাত্র ১০৬ রানে অল আউট হয়ে যায় ভারত।

ভারতের পক্ষে করুণ লাল ৩৭ আর জুরাল ৩৩ রান করেন। বাংলাদেশের পক্ষে শামিম ও মৃতঞ্জয় ৩টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯: ১০৬/১০ (৩২.৪)
জুরাল ৩২, কারণ ৩৭, রাওয়াত ১৯।
শামিম ৩/৮, মৃতুঞ্জয় ৩/১৮, শাহিন ১/২৬, সাকিব ১/২১।

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ
আরাউন আজাদ, ভেনা ল্যাভেন, সভাপতি, সাওওয়াত রাওয়াত, তলক বর্মা, ধুলুব জালেল, কর্ণুলের আওশেশ সিং, আথারভ সিংহ, সাদান্তের আওলোলক, সুদানহী, পাদলধর পাটিল।

বাংলাদেশ অ-১৯ একাদশ
মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, তেহরুদ হরিন, স্বর্গেজ হোসেন আমন, শামিম হোসেন, শামীম হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, শাহীন আলম, তানজিম হাসান সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *