গাজীপুরে ছুটি ও ঘাসফরিং রিসোর্ট থেকে দুই নারী ও দুই পুরুষ গ্রেফতার

Slider গ্রাম বাংলা

গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে ও আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ১২/০৯/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/সুব্রত রায় এর নেতৃত্বে জয়দেবপুর থানাধীন আমতলী সাকিনন্থ ছুটি রিসোর্টের ভিতরে ১৯.২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১। জাহিদুল আলম সানি (২৯), পিতা-মৃত শাহ শাহান খন্দকার, সাং-রাগির রাবেয়া মেডিক্যাল মোড়, থানা-কোতায়ালী, জেলা-সিলেট, ২। রিফাত তাসনীম পুনম (২৯), পিতা-শাহ রেজোয়ান ভূইয়া, সাং-বাড়ী-৪২, রুপনগর রেসিডেসিয়াল এরিয়া, থানা-রুপনগর, ঢাকা, ডিএমপি-দেরকে গ্রেফতার করে।

জয়দেবপুর থানাধীন আমতলী সাকিনন্থ ছুটি রিসোর্টের ভিতরে প্রবেশ করিয়া কর্টেজ এর ভিতরে উপরোক্ত আসামীদেরকে আপত্তিকর অবস্থায় পাইয়া তাহাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে একেক সময় একেক কথা বলে। তাহারা প্রথমে তাদেরকে স্বামী-স্ত্রী পরিচয় প্রদান করিলেও পরবর্তীতে তারা স্বামী-স্ত্রী নয় মর্মে স্বীকার করে। এই সংক্রান্তে এসআই(নিঃ)/সুব্রত রায় বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন নং-১০৭/১৯, তারিখ-১৩/০৯/২০১৯ খ্রিঃ, ধারা-২৯০ পেনাল কোড দায়ের করেন।

এদিকে পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে ও আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ১২/০৯/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/মোঃ হাফিজ উদ্দিন এর নেতৃত্বে জয়দেবপুর থানাধীন শকুন্দি সাকিনস্থ ঘাসফরিং রিসোর্ট এর ভিতরে ১৬.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১। আমিনুল ইসলাম সুমন (৩৪), পিতা-ওয়াজ উদ্দিন, সাং-মৈশুন্দী, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর, ২। শামীমা আক্তার (২২), পিতা-শামসুজ্জামান ভূইয়া, সাং-বাক্ষনগাঁও, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর-দেরকে গ্রেফতার করে।

জয়দেবপুর থানাধীন শকুন্দি সাকিনস্থ ঘাসফরিং রিসোর্ট এর ভিতরে প্রবেশ করিয়া কর্টেজ এর ভিতরে উপরোক্ত আসামীদেরকে আপত্তিকর অবস্থায় পাইয়া তাহাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে একেক সময় একেক কথা বলে। তাহারা প্রথমে তাদেরকে স্বামী-স্ত্রী পরিচয় প্রদান করিলেও পরবর্তীতে তারা স্বামী-স্ত্রী নয় মর্মে স্বীকার করে। এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ হাফিজ উদ্দিন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন নং-১০৮/১৯, তারিখ-১৩/০৯/২০১৯ খ্রিঃ, ধারা-২৯০ পেনাল কোড দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *