গাজীপুরে ডিবির অভিযানে গ্রেফতার-১২

Slider গ্রাম বাংলা

গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে ও আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ১১/০৯/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/মোঃ হাফিজ উদ্দিন এর নেতৃত্বে কালিয়াকৈর থানাধীন কালামপুর সাকিনন্থ সোহাগপল্লী রিসোর্টের ভিতরে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১। উত্তর কুমার বর্মন (৩৬), পিতা-খগেন্দনাথ বর্মন, সাং-উড়িয়া দিঘীরপাড়া, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধা, এ/পি-সাং-(জনৈক জয়চৌধুরী এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা, ২। বৃষ্টি আক্তার (২৫), পিতা-মোঃ হাসান ফকির, সাং-গুয়াটন, থানা+জেলা-ঝালকাঠি, এ/পি-সাং-রেডিও কোলনী, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩। মোঃ আবুল হোসেন ৥ আকাশ (৪০), পিতা-মৃত কালাই বেপারী, সাং-আদাসন, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর, এ/পি-সাং-(লিটন এর বাড়ীর ভাড়াটিয়া) চন্ডালভোগ, থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা, ৪। মোসাঃ মুন্নি (৩০), পিতা-কাজী আঃ রশিদ, সাং-সোহাগধর, থানা-নেসারাবাদ, জেলা-পিরোজপুর, এ/পি-সাং-চন্ডালপুর, থানা-তুরাগ, জিএমপি গাজীপুর, ৫।মোঃ ওয়ালি উল ইসলাম নাহিন (২৫), পিতা-মোঃ কাবেল হোসেন দেওয়ান, সাং-চান্দনা, জিএমপি, গাজীপুর, ৬। মোসাঃ তাবাসুম (২৩), পিতা-মোঃ মোশারফ হোসেন, সাং-পিরুজালী, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ৭। মোঃ মাহফুজুর রহমান (৩৫), পিতা-মৃত মাইন উদ্দিন, সাং-বংশীনগর, থানা-মির্জপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি-সাং-মাহফুজ মটরস তকতারচালা বাজার, থানা-সখিপুর, জেলা-টাঙ্গাইল, ৮। জুই (২০), পিতা-লেবু মিয়া, সাং-বংশীনগর, থানা-মির্জপুর, জেলা-টাঙ্গাইল, ৯। মোঃ আঃ মান্নান মুন্না, পিতা-মোঃ ছাবের আলী, সাং-করিমুল্লাহপুর, থানা-কোতায়ালী, জেলা-দিনাজপুর, এ/পি-সাং-বলিভন্দ্র (জনৈক মোকসেদ আলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা, ১০। মোসাঃ রোজিনা আক্তার (২৬), পিতা-সাইজ উদ্দিন, সাং-বাড়াপোষা, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি-সাং-বাইপাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ১১। মোঃ একে আজাদ (৪৯), পিতা-মৃত শেখ আবুল কাশেম, সাং-চব্বিশ আনন্দ মোহন বাগচীলেন, থানা-সদর, জেলা-কুষ্টিয়া, এ/পি-সাং-(জনৈক গুলশানারা এর বাড়ীর ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া), থানা-বিমান বন্দর, ডিএমপি, ঢাকা, ১২। মোসাঃ শাহিনুর আক্তার মুন্নি (৩৫), পিতা-কাজী হাবিবুর রহমান, সাং-মজমপুর, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া, এ/পি-সাং-ধামসোনা, থানা-আশুলিয়া, ঢাকা-দেরকে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানাধীন কালামপুর সাকিনন্থ সোহাগপল্লী রিসোর্টের ভিতরে প্রবেশ করিয়া কর্টেজ এর ভিতরে উপরোক্ত আসামীদেরকে আপত্তিকর অবস্থায় পাইয়া তাহাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে একেক সময় একেক কথা বলে। তাহারা প্রথমে তাদেরকে স্বামী-স্ত্রী পরিচয় প্রদান করিলেও পরবর্তীতে তারা স্বামী-স্ত্রী নয় মর্মে স্বীকার করে। তাহারা কি উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করিতেছে এতদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদে একেক সময় একেক কথা বলিয়া বিভ্রান্ত করে। তাহারা সর্বশেষ উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। প্রাথমিক ভাবে আসামীরা কোন ধর্তব্য অপরাধের সহিত জড়িত আছে মর্মে যথেষ্ট সন্দেহ হওয়ায় তাদেরকে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে এসআই(নিঃ)/কাজী শাওন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন নং-১০০/১৯, তারিখ-২৪/০৮/২০১৯ খ্রিঃ, ধারা-২৯০ পেনাল কোড দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *