গাজীপুর ডিবিতে জাল টাকা সহ ৩জন গ্রেফতার

Slider গ্রাম বাংলা

গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ১০/০৯/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ)/মনিরুজ্জামান খান এর নেতৃত্বে কালিয়াকৈর থানাধীন ডাইনকিনি সাকিনন্থ চন্দ্রা ত্রি-মোড়ে জনৈক চান মিয়ার মালিকানাধীন মায়ের দোয়া হোটেলের সামনে ফাঁকা জায়গায় ১৮.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে জাল টাকা বাজারজাতকারী একটি চক্র ব্যবসায়ী ১। আকবর ৥ রুবেল ৥ মোঃ শাহজাহান আলী (৩০), পিতা-মোঃ ফয়সাল হক, সাং-রায়পুরা সরকার পাড়া, থানা ও জেলা-ঠাকুরগাঁও, এ/পি-সাং-জনৈক সাদেক মেম্বারের বাড়ী, সাং-বাধাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। জাকির হোসেন (২৬), পিতা-মৃত জহুরুদ্দিন, সাং-বন্ডমদল (চোহাই বাজারের পশ্চিমে), শাহজাহান আলী মায়ের ঠিকানা-ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন জনৈক শহিদুলের তিনতলা বাড়ীর দ্বিতীয় তলার ভাড়াটিয়া, এ/পি-সাং-জনৈক সাদেক মেম্বারের বাড়ী, সাং-বাধাইল, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা (ভাসমান), ৩। মোঃ রুহুল আমিন (৪২), পিতা-শুক্কুর আলী, সাং-তারপাশা (উত্তর পাড়া), থানা ও জেলা-ঝলকাঠি, এ/পি-সাং- পূর্ব চান্দরা জালাল গেইটস্থ (জনৈক মোনায়েম খাঁ এর টিনসেট বাড়ীর ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরগণকে গ্রেফতার করে। ১। আকবর ৥ রুবেল ৥ মোঃ শাহজাহান আলী এর হেফাজত থেকে বাংলাদেশী ১০০০ (এক হাজার) টাকা মূল্য মানের জাল নোট ২৯ টি, ২। জাকির হোসেন এর হেফাজত হইতে বাংলাদেশী ১০০০ (এক হাজার) টাকা মূল্য মানের জাল নোট ১৭ টি , ৩। মোঃ রুহুল আমিন এর হেফাজত হইতে বাংলাদেশী ১০০০ (এক হাজার) টাকা মূল্য মানের জাল নোট ৩৬ টি উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এসআই(নিঃ)/নাদিমুল হক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কালিয়াকৈর থানার মামলা নং-২৮, তারিখ-১১/০৯/২০১৯ খ্রিঃ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *