গাজীপুরে দুই মন্ত্রীর সমাবেশে কোন দ্বন্ধের গন্ধ নেই তো!

Slider জাতীয় টপ নিউজ

গাজীপুর: আজ শনিবার গাজীপুর জেলায় হয়ে গেলো দুই মন্ত্রীর দুই সমাবেশ। একাধিক এমপি ও উপজেলা চেয়ারম্যান দুই অনুষ্ঠানেই আমন্ত্রিত থাকলেও একটি অনুষ্ঠানে তাদের অনেকের উপস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

আজ শনিবার বিকেলে গাজীপুর মহানগরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি মেয়র আলহাজ এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। মন্ত্রী এ সময় গাজীপুর সিটির ৩০টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের সংরক্ষিত আসনের এমপি শামছুন্নাহার ভূইয়া, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারউজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম(বার) বিপিএম(বার), গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রমূখ।

একই দিনে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড আ.ক.ম মোজাম্মেল হকের গণসংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল (এম পি) সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি (এম পি), গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক যুবরত্ন আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল এবং জেলার দুই জন বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান সহ একাধিক উপজেলা চেয়ারম্যান ও অনেক সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে গাজীপুর রাজাবড়ি মাঠে অনুষ্ঠিত সমাবেশের ব্যানারে লেখা একাধিক এমপি ও প্রতিমন্ত্রীর নাম বিশেষ অতিথি হিসেবে থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। কিন্তু তারা কালিয়াকৈরে উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগের দলীয় একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে, আওয়ামীলীগের মধ্যে প্রকাশ্যে কোন দ্বন্ধ নেই। তবে একই দিনে দুই মন্ত্রীর অনূষ্ঠান হওয়ায় এমনটি হয়ে থাকতে পারে। তবে একাধিক অতিথি দুটি অনুষ্ঠানের আমন্ত্রিত থাকলেও তাদের রাজবাড়ি মাঠে কম সময়ের উপস্থিতি হলে নানা ধরণের গুঞ্জন হত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *