রংপুর-৩ আসন বিএনপির মনোনয়ন পেতে পাঁচ আবেদন জমা

Slider বাংলার মুখোমুখি


ঢাকা: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছেন পাঁচজন। তাদের মধ্যে রয়েছেন রংপুর মহানগর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, যিনি রংপুর মহানগর বিএনপির সদস্য। এছাড়া জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য মসিউর রহমান যাদু মিয়ার বড় মেয়ে রিটা রহমানও ফরম জমা দিয়েছেন। রিটা ২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) সভাপতি। অন্য তিনজন হলেন- রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন।
আজ শুক্রবার সুফিয়া হোসেনের পক্ষে তার ভাই রায়হানুল কবির রনি এবং রিটা রহমানের পক্ষে পিপিবি নেতা আমিনুল ইসলাম ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

২৫ হাজার টাকা জামানতসহ দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামীকাল ৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাতকার হবে।

একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূণ্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর ৫ অক্টোবর ভোটের দিন রেখে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

১১ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এরশাদের দল জাতীয় পার্টির পাশাপাশি তাদের জোটশরিক আওয়ামী লীগও এ নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *