যুক্তরাষ্ট্রের আগে বাহামাসে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডরিয়ান

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


ডেস্ক: ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আটলান্টিক মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বাহামাসে আঘাত হানার কথা রয়েছে হারিকেন ডরিয়ানের। স্থানীয় সময় রোববার সেখানে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। এরপর এগিয়ে যাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ডরিয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাবে বাহামাস। ঘূর্ণিঝড়টিকে ‘চরম বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এমনটা জানিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, গ্র্যান্ড বাহামার বাসিন্দারা ঘূর্ণিঝড়টির জন্য প্রস্তুতি নিয়েছেন। ব্যবসা গুটিয়ে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য পথ থেকে নিরাপদ স্থানে সরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *