সব আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ

Slider জাতীয় বাংলার আদালত


ঢাকা: সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টানাতে হবে। এরপর এ ব্যাপারে প্রতিবেদন জমা দিতে হবে হাইকোর্টে।এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আইন মন্ত্রণালয়, হাইকোর্টের রেজিস্ট্রার, অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কমরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী সুবিরনন্দি দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *