এরশাদের আসনে ইভিএমে ভোট, তফসিল ১লা সেপ্টেম্বর

Slider ফুলজান বিবির বাংলা রংপুর


ঢাকা: সাবেক প্রেসিডেন্ট প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের আসনে উপনির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আগামী ১লা সেপ্টেম্বর তফসিল ঘোষণা করার কথা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর হোসেন।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে ইসির ৫১তম কমিশন বৈঠকে শেষে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

মো. আলমগীর বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

তিনি বলেন, আজকের বৈঠকে এ নির্বাচনের বিষয়ে ইসি দুটো সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো- আগামী ১লা সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হবে এবং ভোট হবে ইভিএমে। আগামী বৃহস্পতিবার আরেকটি বৈঠকে তফসিল চূড়ান্ত করা হবে। এরশাদের মৃত্যুতে গত ১৬ই জুলাই আসনটি শূন্য ঘোষণা করে একটি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *