যে কারণে স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে পারেনি ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এডিস মশার লার্ভা বিরোধী ভ্রাম্যমাণ আদালতকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি। আজ রাজধানীর বারিধারার পার্ক রোডে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে গেলে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত বাধার মুখে পড়েন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহসান সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে আমাদের চলমান চিরুনি অভিযানের অংশ হিসেবে বারিধারা এলাকায় অভিযান শুরু করি। এ সময় আমাদের সামনে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি পড়ে। আমরা প্রবেশ করতে চাইলে অনুমতি মেলেনি। তিনি আরও জানান, তখন মন্ত্রী বাসায় ছিলেন না। দায়িত্বরতরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তবে তা সম্ভব হয়নি। পরে আমরা চলে আসি।

অভিযানে স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন বাবুল উপস্থিত ছিলেন। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মন্ত্রী বাসায় না থাকায় অভিযানকারীদের অন্য সময় আসতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *