রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় দুই মাদকাসক্ত স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁদের স্ত্রীরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই স্বামীকেই ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ওই দুই স্বামী হলেন রবিউল ইসলাম (৪০) ও আহসান হাবিব (৪১)। তাঁদের বাড়ি উপজেলার সইপাড়া পশ্চিমপাড়া গ্রামে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, রবিউল ইসলাম ও আহসান হাবিব মাদক সেবন করে প্রতিদিন স্ত্রী-সন্তানসহ তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করতেন। রোববার ওই দুই মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে থানায় পৃথক অভিযোগ করেছেন তাঁদের স্ত্রীরা। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
রোববার রাতে রবিউল ইসলামকে এক বছর ও আহসান হাবিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন। তিনি বলেন, দুই স্বামীকে ধরে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। সেখানে মাদক সেবনের কথা স্বীকার করায় তাঁদের এই দণ্ড দেওয়া হয়েছে।