আশ্বাসে ক্লান্ত হয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে কালাইউরা অধিবাসীরা

Slider সিলেট

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: দেড় কিলোমিটার ভগ্ন রাস্তা, যা চলাচল অনুপোযোগি। ফলে সীমাহীন দুর্ভোগে রয়েছেন সিলেটের বি:বাজারের লাউতা ইউপির কালাইউরা গ্রামের অধিবাসীরা। বর্ষা মৌসুমে গ্রামে গাড়ি চলাচল তো দূরে থাক পায়ে চলাচল করাই দায়। এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার পুরোটাই কর্দমা যুক্ত। বর্ষা মৌসুমে রাস্তার অধিকাংশই ডুবে থাকে কাদা-পানিতে। বছরের পর বছর গ্রামবাসী কাঁদাযুক্ত রাস্তা দিয়ে চলাচল করলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। গ্রামবাসীর দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের দাবীর মুখে শুধুই মিলেছে আশ্বাসের পর আশ্বাস। দুর্ভোগরত মানুষ জানেনা কবে বাস্তবায়ন হবে আশ্বাসের। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কার করতে কবে এগিয়ে আসবেন দায়িত্বশীলরা।

স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে ঘুরতে ঘুরতে আশ্বাসের পর আশ্বাসে ক্লান্ত হয়ে অবশেষে ভুক্তভোগীরা নিজ উদ্যোগের রাস্তা চলাচল উপযোগীর প্রাণাত্মক চেষ্টায় লিপ্ত হয়েছে। যদিও তাদের চেষ্টায় অতীতেও রাস্তা চলাচল উপযোগী হবার অল্পদিন পরেই আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়ে।

তাই রাস্তা চলার উপযোগী করতে স্থানীয় উদ্যোগের পাশাপাশি জনদুভোগ বিবেচনায় সরকারীভাবে রাস্তা পাকাকরনের মাধ্যমে তাদের এ দুর্ভোগ থেকে মুক্তির দাবি জানিয়েছেন কালাইউরা পূর্ব অঞ্চলের হাজারো মানুষ। প্রবাসীদের সহযোগিতায় স্থানীয়ভাবে সংস্কারে উদ্যোগী জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। পাকা কিংবা ইট সলিং করার জন্য জনপ্রতিনিধিদের কাছে বার বার দাবি জানালেও আমাদের দুর্ভোগ লাঘবে কেউ এগিয়ে আসেনি। গত ছয় মাস থেকে এ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিন এক কিলোমিটার কাদাপথ মাড়িয়ে শিক্ষার্থী, ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ যাতায়াত করেন। শেষ পর্যন্ত আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কোনভাবে রাস্তাটি চলাচল উপযোগী করার চেষ্টা করছি। প্রবাসীদের অর্থিক সহযোগিতা ও চাঁদার টাকায় ইট, সুড়কি ,বালি দিয়ে চলছে রাস্তা মেরামত কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *