ফরিদপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ৩

Slider সারাদেশ


ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়ায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩২ জন। এদের মধ্যে ১৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়ায় তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে লোকাল বাসের এই সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, লোকাল বাসটির চালক নগরকান্দা উপজেলার রওশন ফকির (৩৫) ও যাত্রী রাজবাড়ী সদরের মীরা কুন্ডু (৬০)। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বরিশাল থেকে সৈয়দপুরগামী তুহিন পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রওশন ও যাত্রী মীরা কুন্ডুর মৃত্যু হয়। আহত ৩২ জনের মধ্যে ১৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়।
বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *