সম্পাদকীয়: বঙ্গবন্ধুর খুনী চক্রের সহযোগী ধরতে এবারই কমিশন করুন

Slider জাতীয় সম্পাদকীয়


বাংলাদেশের স্থপতি ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা ঘটনার মত দ্বিতীয়টি এখনো পৃথীবিতে ঘটেছে কি না! জানা নেই। বিশ্ব ইতিহাসের ন্যাক্কারজনক এই ঘটনার স্থান বাংলাদেশে। এটা আমদের জন্য কলংকজনক বটে। ইতিহাসের এই কালো অধ্যায় বইতে হবে আমাদের সারাজীবন। এই ঘৃন্যতম ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। খুনীদৈর মধ্যে যাদের শাস্তি বাকী আছে, তা নিশ্চিত করে বঙ্গবন্ধু খুনের বিচার সুনিশ্চিত করা জরুরী।

বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের সময় খুনী চক্রের সহযোগীদের অনেককেই আসামী করা হয়নি মর্মে অভিযোগ হয় বিভিন্ন সময়। এই দাবীর মুখে সরকার এমনকি খোঁদ প্রধানমন্ত্রীও বঙ্গবন্ধুর খুনীদের সহযোগী এবং আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহিৃত করতে কমিশন গঠনের কথা বলেছেন। একই ধরণের কথা বলছেন বেশ কয়েকজন দায়িত্বশীল মন্ত্রীও। কিন্তু ১৫ আগষ্ট চলে গেলে আর কমিশন গঠনের কথা সরকারের মনে থাকে না।

তাই এই বারের ১৫ আগষ্ট যেন বঙ্গবন্ধুর খুনী চক্রের সহযোগী, আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহিৃত করতে কমিশন গঠন করতে সক্ষম হয় এই দাবী রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *