পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ খুন-ধর্ষণসহ ৩০ মামলার আসামি নিহত

Slider জাতীয় বরিশাল

পটুয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া হাওলাদার। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতিসহ অন্তত ৩০টি মামলা রয়েছে।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত সর্দার।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত গভীর রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের করমজাতলা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় চাঁনমিয়া তার দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে তখন পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে চাঁন মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য নিহত চাঁন মিয়ার মরদেহ বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *