বকশীবাজারে সংঘর্ষ : ২ মামলার আসামি দেড় শতাধিক

টপ নিউজ

image_167324.11f74421e79f156db0168c894d241350-6বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষ এবং এক সাংসদের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রদল, যুবদল ও বিএনপিকর্মীরদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ ও চকবাজার থানায় বুধবার রাতে দায়ের করা এসব মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানো ও তাকে আহত করার ঘটনায় ‘হত্যাচেষ্টার’ অভিযোগও আনা হয়েছে।
শাহবাগ থানায় দায়ের করা এ মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০/৬০ জনকে আসামি দেখিয়েছেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন বলেন, ”সংসদ সদস্যকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ, জখম, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নগদ অর্থ ও মোবাইল চুরি এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।”
তিনি জানান, ২৩ আসামির মধ্যে বিএনপির কেন্দ্রীয় কেউ নেই, অধিকাংশই যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মী। তাদের আটজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০/৪০ জনকে আসামি করেছেন এসআই দেলোয়ার হোসেন।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, এ মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। আসামির তালিকায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা রয়েছেন। সংঘর্ষের ঘটনায় বুধবারই চকবাজরের পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *