বড়দিনের আগে ঘরে ফিরলেন সঞ্জয় দত্ত। প্যারোল ছুটি পেলেন তিনি। বুধবার ইয়েরওয়াড়া জেল থেকে ১৪ দিনের প্যারোলে ছাড়া পান সঞ্জয়। এদিন দুপুরেই জেল থেকে বাড়ি পৌঁছান এই বলিউড তারকা।
মঙ্গলবারই তাঁর আবেদন মঞ্জুর করে জেল কর্তৃপক্ষ। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে বেআইনি অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত সঞ্জয়কে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালের মে মাসে পুনের ইয়েরওয়াড়া জেলে যাওয়ার আগেও প্রথম দফায় ১৮ মাস জেল খেটেছিলেন সঞ্জয়। বাকি আরও সাড়ে চার বছর জেলে কাটাতে হবে তাঁকে। এর মধ্যেই ১১৮ দিন জেলে কাটিয়ে ফেলেছেন বক্স অফিসে সাড়া-জাগানো ‘পিকে’ ছবির এই অভিনেতা। স্ত্রী মান্যতার অসুস্থতার কারণে গত বছর ডিসেম্বরে ৩০ দিনের জন্য প্যারোল পান সঞ্জয়। এর পর দু’বার বাড়ানো হয় সেই প্যারোলের মেয়াদ। সম্প্রতি পায়ের ব্যথার চিকিৎসা করানোর জন্য ফের ছুটির আবেদন জানান ‘মুন্নাভাই’।
মঙ্গলবারই তাঁর আবেদন মঞ্জুর করে জেল কর্তৃপক্ষ। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে বেআইনি অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত সঞ্জয়কে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালের মে মাসে পুনের ইয়েরওয়াড়া জেলে যাওয়ার আগেও প্রথম দফায় ১৮ মাস জেল খেটেছিলেন সঞ্জয়। বাকি আরও সাড়ে চার বছর জেলে কাটাতে হবে তাঁকে। এর মধ্যেই ১১৮ দিন জেলে কাটিয়ে ফেলেছেন বক্স অফিসে সাড়া-জাগানো ‘পিকে’ ছবির এই অভিনেতা। স্ত্রী মান্যতার অসুস্থতার কারণে গত বছর ডিসেম্বরে ৩০ দিনের জন্য প্যারোল পান সঞ্জয়। এর পর দু’বার বাড়ানো হয় সেই প্যারোলের মেয়াদ। সম্প্রতি পায়ের ব্যথার চিকিৎসা করানোর জন্য ফের ছুটির আবেদন জানান ‘মুন্নাভাই’।