কুবির ভর্তি পরীক্ষা ৮ ও ৯ই নভেম্বর

Slider শিক্ষা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ সেশনের প্রথম বষের্র স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৮ এবং ৯ই নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভায় ভর্তি পরীক্ষা তারিখ ৮ ও ৯ই নভেম্বর নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত থাকবে বিভাগ ও আসন সংখ্যা। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৩টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ১৯টি বিভাগে ১০৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এছাড়া নীতিমালায়ও কোন উল্লেখযোগ্য পরিবর্তন আসছে না। ভর্তি পরীক্ষাকেন্দ্রীক বাকি বিষয়গুলো ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সভা থেকে জানা যাবে।

এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *