গফরগাঁওয়ে পাকা সড়কের নিচে বড় সুরঙ্গ যান চলাচল বন্ধ!

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের দত্তের বাজার বারইহাটি মাওনা আঞ্চলিক সড়কের পাতলাশী বাজারে কাছে পাকা সড়কের নিচে হঠাৎ করে বড় ধরণের সুরঙ্গ হওয়ার সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচল করা হাজার হাজার যাত্রী।

গফরগাঁও উপজেলার ৬টি ইউনিয়নের মানুষ এই সড়কটি দিয়ে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করেন। হঠাৎ করে এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পরেছেন শ্রমজীবীরা।

উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ফরিদ হোসেন জানান, হঠাৎ করে বন্যার পানি কমে যাওয়ায় পাতলাশী বাজারের পাশে জৈনক আফাজ উদ্দিনের বাড়ীর পাশে মাছের খামারের নিচ দিয়ে ছোট সুরঙ্গের সৃষ্টি হলে এতে পানি যেতে যেতে এখন অনেক বড় হয়ে গেছে যার কারণে এই গুরুত্বপূর্ণ পাকা সড়ক দিয়ে কোন ধরনের যানবাহন চলেচল করছে না।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান বলেন, ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে।
জনগণের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *