বিশ্ব মেতেছে বড়দিনের উৎসবে : LIVE

Slider সারাবিশ্ব

sent-pauls-655x360ক্রিসমাসের প্রাকাল্লের এই রাত আবার আসবে একবছর পর৷ সেই কারণেই আজকের রাত মিস করতে নারাজ সকলেই৷ পার্কস্ট্রিটের বেশিরভাগ মানুষই জানাচ্ছেন, আজ গোটা রাত তারা পার্কস্ট্রিটেই মজা করবেন৷ ফলে বোঝাই যাচ্ছে শহর কলকাতায় আজ রাত নামলেও ঘুম নেই শহরবাসীর চোখে৷
• কলকাতা২৪x৭ য়ের পক্ষ থেকে সকলকে ‘মেরি ক্রিসমাস’৷
• কড়া শীতের আমেজকে তোয়াক্কা না করেই খুদে থেকে বুড়ো সকলের ভিড়৷
• পার্কস্ট্রিট চত্বর মুখরিত ‘মেরি ক্রিসমাস’ ধ্বনিতে৷
• বড় দিনের উৎসবে মুখর তিলোত্তমা৷
• পবিত্র ক্যারলের পরেই শেষ হল ক্রিসমাসের প্রাকাল্লের বিশেষ প্রার্থনা৷
• ক্যাথিড্রালে ফের শুরু হল পবিত্র ক্যারল৷
• হাতে মোমবাতি জ্বালিয়ে প্রভু যীশুর প্রতি শ্রদ্ধার্ঘ অসংখ্য মানুষের৷
• চার্চে বড়দিনের বিশেষ বক্তব্য রাখছেন ফাদার৷
• ইতিমধ্যেই ভিড় জমিয়েছে সহস্র মানুষ৷
• বিশেষ অনুষ্ঠানে শুরু হয়েছে বড়দিনের ক্যারল৷
• বিশেষ অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
• আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বড় দিনের উৎসব৷
• বড়দিনের প্রাকাল্লে বিশেষ প্রার্থনা শুরু হয়ে গিয়েছে সেন্ট ক্যাথিড্রালে৷

কলকাতা২৪x৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *