রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ডেঙ্গুতে আক্রান্ত

Slider রাজশাহী


রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। নগরের উপশহর এলাকায় নিজ বাসায় চিকিৎসা নিয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও তাঁর স্ত্রী ঢাকায় গিয়েছিলেন। ফিরে এসেই জ্বরে পড়েছেন। পরীক্ষায় দেখা গেছে, তাঁরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

প্রধান প্রকৌশলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেখে সাংবাদিকদের জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম আঞ্জুমান আরা বেগম।

অবশ্য প্রধান প্রকৌশলী আশরাফুল হক নিজে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ঠান্ডা লেগে তাঁর জ্বর হয়েছে।

এ দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শুরু থেকে এখনো ৫২ জন চিকিৎসা নিচ্ছেন। গত ১৫ জুলাই থেকে ডেঙ্গু রোগী ভর্তি শুরু হয়েছে। শুক্রবারও বাড়ি ফিরেছেন ১৫ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ১১১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *