বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ডেঙ্গু আক্রান্ত

Slider বরিশাল


বরিশাল: রাজধানীর ধাক্কা এবার বরিশালেও। সেখানে একটি ওয়ার্ডে এখন ডেঙ্গু রোগি ৭৯ জন। গতকাল সংখ্যা ছিল ৫০ জনে। অর্থাৎ ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৭৯ রোগি। এ তালিকায় যোগ হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. ইসরাইল হোসেন। তাকে শেবাচিম হাসপতালে বুধবার গভীর রাতে ভর্তি করা হয়েছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে। বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপতালে ৭৯জন ডেঙ্গু রোগি ভর্তি হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৩৪ জন ডেঙ্গু রোগি। যাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতালে ছেড়েছেন ৫৩ জন এবং মারা গেছেন দুইজন। এছাড়া গৌরনদীতে এক এবং ঝালকাঠীতে একজন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *