প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানোয় যুবক আটক

Slider তথ্যপ্রযুক্তি

রাজৈর (মাদারীপুর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোগ সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগে মো. মিল্টন হাওলাদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ‘প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়েছেন এবং তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন’- আইএমজি মিডিয়া নামে একটি ইউটিউব চ্যানেলে এ ধরনের একটি ভিডিও আপলোড করে ওই যুবক। এতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, বিভ্রান্তি ও অপপ্রচার করার অপরাধে মাদারীপুর রাব-৮ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

বুধবার সন্ধ্যায় রাজৈর থানাধীন লুন্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দু’টি সিম কার্ড জব্দ করা হয়। আটক আসামী একই এলাকার ফারুক হাওলাদারের ছেলে।

জানা গেছে, মাদারীপুর র‌্যাব-৮ সিপিসি-৩ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

পরে ওই যুবক জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের সামনে তার অপরাধের কথা স্বীকার করে। আটক মিল্টনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *