মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবেঃজেলা প্রশাসক মোঃ আবু জাফর

Slider রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স গ্রহন করতে হবে,মাদক বিরোধী জনসচেতনতা সৃষ্টি করতে হবে, মাদক নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে।

১১জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃআবু জাফর এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বর্তামান সরকার লালমনিরহাট জেলার উন্নয়নে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে লালমনিরহাট টু বুড়িমারী সড়ক চারলেনের উন্নত করতে দ্রুত কাজ শুরু হবে।

তিনি বলেন,লালমনিরহাটে বন্যা মোকাবেলায় যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলো খোলা রাখা হয়েছে,উজানের ঢলে অতি বর্ষনের ফলে চরাঞ্চল ও নিন্মাঞ্চল গুলো প্লাবিত হচ্ছে,এ পর্যন্ত ৬৮ মেট্রিকটন ত্রান সহায়তা ও শুকনো খাবার দেয়া হয়েছে,নিন্মাঞ্চলে যেগুলো বাধ রয়েছে সেগুলো মেরামতের কাজ চলছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কালীগঞ্জ,বীর মুক্তিযোদ্ধা মহসিন টুলু, কৃষি অফিসার নজরুল ইসলাম,

ওসি আরজু মোঃ সাজ্জাদ, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম,কাকিনা ইউপি চেয়ারম্যান শহিদুল হক শহিদ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষাক সমিতি কালীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদকঃ মোঃ আবু সাইদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *