কক্সবাজারের চকরিয়ায় ঘরে ঢুকে পৈশাচিক কায়দায় তিন সন্তানের জননী নাজমা বেগমকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে ঐ গৃহবধূ ছাড়া পরিবারের অন্য কেউ উপস্থিত ছিলেন না। সোমবার রাত রাত ৯টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার শান্তিনগরে এ ঘটনা ঘটে।
খুনের শিকার নাজমা শান্তিনগরের দরিদ্র রিকশাচালক কলিম উল্লাহর স্ত্রী।
বর্তমানে তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, নাজমা বেগমের মেয়েকে হাসান (২৫) নামের এক বখাটে যুবক বিয়ের প্রস্তাব দেয়। এটি প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটতে পারে।
পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সম্ভাব্য একাধিক বিষয় মাথায় রেখেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।