পুকুর ও প্রকৃতি ঘেরা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ গ্রাম বাংলাার অপরূপ প্রকৃতি আর মাছে ভরা পুকুরে বেষ্টিত লালমনিরহাটের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম কালীগঞ্জ উপজেলা পরিষদ।উপজেলার প্রাণকেন্দ্র তুষভান্ডারে অবস্থিত ওই উপজেলা পরিষদ এলাকাটিতে আছে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি,এরশাদ আমলে নির্মিত কোর্ট ও শিশুপার্ক।

কালের বিবর্তন ও কার্যক্রমহীনতায় এর কোনো কোনোটি হয়ে পরেছে অচেনা।

তবে ইতোমধ্যে যোগ হয়েছে ফায়ার স্টেশন, করিম উদ্দিন স্মৃতি আউটডোর গেমস ( ক্রীড়া সংস্থা), প্রেসক্লাব ভবন,অডিটোরিয়াম সহ কৃষি,শিক্ষা ও নির্বাচন অফিসের নতুন ভবন।

রয়েছে ৩ টি সরকারী পুকুর যার মধ্যে স্থানীয়দের কাছে ১ টি ঘাটবাঁধা দীঘি, একটি পশু হাসপাতালের দীঘি এবং অপরটি সাবুর দিঘি নামে পরিচিত।

বিদ্যমান পুকুরগুলোর সংস্কার সহ পাড় সংরক্ষণ ও বৃক্ষরোপণ করা গেলে উপজেলা পরিষদ এলাকাটি আরো সমৃদ্ধ,দর্শনীয় ও উন্নত হবে বলে মনে করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *