নোয়াখালীতে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে বিএমএ’র মানববন্ধন

Slider গ্রাম বাংলা

নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে গত শনিবার রোগীর লোকজন হামলা চালিয়ে ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসকদের লাঞ্চিত করার প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের বিএমএ এবং ইন্টার্ন চিকিৎসক পরিষদ এ কর্মসূচি পালন করে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. নওশীন, ডেন্টাল পরিষদের সাধারণ সম্পাদক ডেন্টিস মো. শাহাদাত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা ওই হাসপাতালে ডিউটি ডাক্তারদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তারা বলেন, ডাক্তাররা চিকিৎসা দিতে এসেছে মার খেতে নয়। আগামীদিনে চিকিৎসকদের কাজের পরিবেশ সুন্দর-সুষ্ঠু রাখার লক্ষ্যে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *