শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণা

Slider অর্থ ও বাণিজ্য

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের জন্য ১০০ কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ৭৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
(৩০ জুন রোববার) বেলা ১২ টায় শ্রীপুর পৌরসভা প্রাঙ্গনে পৌর মেয়র মো. আনিছুর রহমানের সভাপতিত্বে চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌরসভার সরকার মো.দলিল উদ্দিন আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে কাউন্সিলর শাহ্জাহান মন্ডল, মো.হাবিবুল্লাহ্, ইজ্জত আলী ফকির অন্যান্য কাউন্সিলর ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
জানা যায়, রাজস্ব খাত বাবদ ১৭ কোটি ৪৪লাখ ২৫ হাজার টাকা, উন্নয়ন খাতে ১৩ কোটি ৮০লাখ টাকা এবং প্রকল্প বাবদ ৬৮ কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া নিজস্ব আয়ের উৎস হিসেবে বিভিন্ন প্রকার ট্যাক্স, পানি সরবরাহ, লাইসেন্স নবায়ন, হাটবাজার, বাসটার্মিনাল ইজারাসহ পৌরসভার বিভিন্ন খাত থেকে আয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। ব্যয়ের খাত হিসেবে পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ বিল পরিশোধসহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *