আফগানিস্তানের বিরুদ্ধে জয়কে ‘শ্রেষ্ঠ জয়’ মানলেন সরফরাজ

Slider খেলা

আর একটু হলেই ম্যাচটা জিতে যেত আফগানিস্তান। কিন্তু ফের অনভিজ্ঞতার খেসারত দিলেন আফগানরা। পাকিস্তানকে মুঠোতে এনেও শেষ মুহূর্তে আলগা করে দিল আফগানিস্তান। রুদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে জয় হাসিল করে নিল সরফরাজ বাহিনী। আফগানদের হারিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠে এল তারা।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ৩ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে যায় পাকিস্তান৷।

৪৯.৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩০ রান তুলে নেয় সরফরাজরা।
শনিবার ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, এটা আমাদের জন্য শ্রেষ্ঠ জয়। সব কৃতিত্ব ইমাদ ওয়াসিমের। সে যেভাবে চাপ অতিক্রম করেছে, এজন্য তাকে অভিনন্দন।

এছাড়াও পাকিস্তানের জয়ে শাহীন শাহ আফ্রিদির বোলিংয়ের ব্যাপক প্রশংসা করেন সরফরাজ। তিনি বলেন, শাহীন আফ্রিদি দিন দিন উন্নতি করছে, এজন্য সে খুবই কষ্ট করছে। অন্য সব বোলাররাও আসলে খুবই ভালো করেছে, যার ফলে আমরা এখন জয়ের ধারায় রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *