ইঁদুরের বিষ খেয়ে স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

Slider গ্রাম বাংলা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় খাবারের সঙ্গে ইঁদুরের বিষ খেয়ে স্বামী-স্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের ভাটি দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাটি দৌলতপুর গ্রামের অম্রিকা তালুকদার (৫০) ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার (৩৫)। ওই দম্পতির ৬ বছরের এক ছেলে ও ৯ বছরের এক মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার উপবাস থাকেন অম্রিকা তালুকদার ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার। বেলা ১১টায় উপবাস ভেঙে খাবার তৈরি করেন স্ত্রী। পরে স্বামী-স্ত্রী দুইজনই খাবারে বিষ মিশিয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

মা-বাবাকে অসুস্থ হতে দেখে ছেলে-মেয়েরা আশপাশের লোকজনকে ডেকে আনেন।
পরে স্বজনরা তাদের জামালগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অম্রিকা তালুকদার রাস্তায় মারা যান। পরে বিকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার স্ত্রী তৃপ্তি।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী একসঙ্গে
আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। কী কারণে তারা আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *