বিটিভির জনপ্রিয় রক মিউজিক্যাল শো রক এন্ড রোলের মাধ্যমে ২ জুলাই অফিশিয়ালি আত্নপ্রকাশ হতে যাচ্ছে ব্যন্ডদল রানারের। এই শোয়ের মাধ্যমে ব্যন্ডদল রানার তাদের ৯টি নতুন গান দিয়ে দর্শক শ্রোতার মাঝে হাজির হচ্ছে।
নতুন ব্যন্ড ফর্ম করা নিয়ে ব্যন্ডটির ভোকাল ও মিডিয়া ম্যানেজার এইচ এম রানা বলেন, নিউ-ইয়র্কে পড়াশোনা করা অবস্থায় ২০১৩ সালে সর্বপ্রথমে ব্যন্ড ‘রানার’ ফর্ম করেছিলাম। ব্যন্ড যেহেতু একটি পুরোপুরি টিম ওয়ার্ক আর তাই সকলের নিজস্ব ব্যস্ততায় সেই সাথে নিজের ক্যারিয়ার ও পড়াশোনার ব্যস্ততার কারণে খুব বেশি সময় আমরা ব্যন্ডটা কন্টিনিউ করতে পারিনি।
কিন্তু মনের ভেতর একটা অসহ্য পাগলামি আর উত্তেজনা কাজ করতো কবে আবার ব্যন্ডটাকে রিফর্ম করবো। অবশেষে দেশে ফিরে সেই স্বপ্নটাকে সত্যি করার লক্ষে আমার পাশে ব্যন্ড লাইনআপে পেলাম আমার মতোই আরো পাগল কিছু ব্যন্ড মেম্বার।
ব্যন্ড লাইনআপে ভোকাল ও মিডিয়া ম্যানেজার এইচ এম রানা , লিড গিটারে কুয়েল, বেজ গিটারে মুন্না, কি-বোর্ডে আসাদ এবং ড্রামস ও পার্কাশানে তুফান।
ব্যন্ডদল রানার এখন থেকে দেশ ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শো করবে বলে ব্যন্ড ম্যানেজার এইচ এম রানা জানায়।