সুনামগঞ্জে শর্ত সাপেক্ষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Slider গ্রাম বাংলা টপ নিউজ

সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামী ২৪ জুন ডাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার রাত ৮টা থেকে ১১ পর্যন্ত সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেন মালিক-শ্রমিকদের প্রতিনিধিরা।

শর্ত মোতাবেক সুনামগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী বিআরটিসি বাসের লিজ বাতিল করে বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় চালাতে হবে। সিলেট ও সুনামগঞ্জের কাউন্টারে জনবল নিয়োগ করে এর কপি জেলা প্রশাসককে সরবরাহ করতে হবে।

আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য আরডিসি সভায় মালিক সমিতির সাথে বিআরটিসি বাসের সিডিউল সমন্বয় করা হবে।
সেই সাথে মালিক-শ্রমিকদের পক্ষ থেকেও যাত্রী সেবার মান উন্নয়নে যাবতীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা সেলিম আহমদ ফলিক, সজিব আলী, যাত্রী কল্যাণ পরিষদে আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যাত্রী অধিকার পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, সিলেট যাত্রী কল্যাণ পরিষদের নেতা সাংবাদিক আল-আজাদ, হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী প্রমুখ।

এর আগে দীর্ঘ বৈঠকে মালিক-শ্রমিক ও সাধারণ যাত্রীদের পক্ষে আসা প্রতিনিধিদের মধ্যে যাত্রীসেবার মান নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়।
উল্লেখ, জনদাবির পরিপ্রেক্ষিতে গত ৩ জুন সুনামগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে ওই রুটে আরো দু’টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস নামায় বিআরটিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *