চট্টগ্রামে প্রকাশ্যে বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত

Slider চট্টগ্রাম

চট্টগ্রামে দিনে দুপুরে কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাফর আহমেদ প্রকাশ ওরফে জাফর মেম্বার এবং তার ছোট ভাই খলিল আহমেদ।

র‌্যাবের দাবি নিহত একজন জলদস্যু ও ডাকাত দলের সর্দার এবং অপরজন তার সহযোগী।

জাফর মেম্বারের বিরুদ্ধে বাঁশখালী থানায় খুন, জখম, ডাকাতির অভিযোগে ৩৩টি মামলা রয়েছে। সহযোগী তার ভাই খলিলের বিরুদ্ধে কমপক্ষে আটটি মামলা আছে।
র‌্যাব-৭ সহকারি পরিচালক মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করার জন্য দক্ষিণ সরল গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানে জাফর মেম্বার ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় দু’পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে জাফর ও খলিলের মরদেহ উদ্ধার করা হয়। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ আটটি আগ্নেয়াস্ত্র এবং চাপাতি, রাম দা’সহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *