পিজি হাসপাতালে নেয়া হচ্ছে এটি এম শামসুজ্জামানকে

Slider বিনোদন ও মিডিয়া


ঢাকা: টানা কয়েক সপ্তাহ ধরে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালেই আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটি এম শামসুজ্জামান। বরেণ্য এই অভিনেতা এবার হাসপাতালেই ঈদ কাটিয়েছেন। বরেণ্য ও শক্তিমান এই অভিনেতা গত ২৬শে এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি আছেন। এবার এই হাসপাতাল থেকে তাকে আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে নেয়া হচ্ছে। শনিবার তাকে আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল। তিনি আজ বিকেলে বলেন, সকলের দোয়ায় বাবা এখন অনেকটাই সুস্থ। তবে আগামীকাল আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ নিয়ে পিজি হাসপাতালে ভর্তি হবেন বাবা।

পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।
তাকে নার্সিং সেবা দেবার পাশাপাশি টেস্ট ফিজিওথেরাপিও দিতে হবে। এজন্য তাকে কয়েকদিন বিএসএমএমইউ-তে রাখবো। আগামীকাল এটিএম শামসুজ্জামানকে রিলিজের সময় আজগর আলী হাসপাতালে একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে সেখানকার ডাক্তাররা চিকিৎসা ও অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন। উল্লেখ্য, গত ১৩ই মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। এটিএম শামসুজ্জামান অভিনয়ে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *