ঢাকা: পুলিশ সুপার(এসপি) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন বদলির আদেশ দেয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দীনকে সিলেট জেলার এসপি, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনার মো. আলমগীর হোসেনকে নোয়াখালীর এসপি, ডিএমপির কুটনৈতিক নিরাপত্তা বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খানকে পিরোজপুরের এসপি, ডিএমপির উপ-কমিশনার খোন্দকার নুরন্নবীকে ফেনীর এসপি, নোয়াখালীর এসপি ইলিয়াস শরীফকে ডিএমপির উপ-কমিশনার, এন্টি টেররিজম ইউনিটের এসপি সরকার মোহাম্মদ কায়সারকে ভোলার এসপি, ভোলার এসপি মো. মোকতার হোসেনকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-কমিশনার, কুড়িগ্রামের এসপি মো. মেহেদুল করিমকে এন্টি টেররিজম ইউনিটের এসপি, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে কুড়িগ্রামের এসপি, জয়পুরহাটের এসপি মো. রশীদুল হাসানকে আরএমপির উপ-কমিশনার, পুলিশ অধিদপ্তরের এসপি মোহাম্মদ সালাম কবিরকে জয়পুরহাটের এসপি, ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলীকে পঞ্চগড়ের এসপি, পঞ্চগড়ের এসপি মো. গিয়াস উদ্দিন আহমদকে পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার বিশেষ এসপি, ঝালকাঠির এসপি মো. জোবায়েদুর রহমানকে ডিএমপির উপ-কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার ফাহিতা ইয়াসমিনকে ঝালকাঠির এসপি, সিলেটের এসপি মো. মনিরুজ্জামানকে এসবির বিশেষ পুলিশ সুপার, ৮ম এপিবিএনের অধিনায়ক সৈয়দ মোসফিকুর রহমানকে এসবির বিশেষ এসপি, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি শিহাব কায়সার খানকে ৮ম এপিবিএনের অধিনায়ক, রংপুরের এসপি মো. মিজানুর রহমানকে রাজবাড়ীর এসপি, রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপির উপ-কমিশনার ও ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকারকে রংপুর জেলার এসপি পদে বদলি করা হয়েছে।