হাসির ফেরিওয়ালা ডিসি স্যার

Slider লাইফস্টাইল


ঢাকা: গাজীপুরের প্রতিটা মানুষের প্রিয় একজন মানুষ হয়ে মনে জাইগা করে নিতে পেরেছিলেন খুব অল্প সময়ের মাঝে এক নামে সভাই চিনত মানবতার ফেরিওয়ালা হাসির ফেরিওয়ালা ডিসি স্যার

হে অামার ও অনেক প্রিয় স্যার তিনি খুব কাছ থেকে মন খুলে হেঁসে কথা বলতেন সবসময় সভার সাথে খুব সহজে মুহুর্তের মধ্যে মানিয়ে নিতেন নিজেকে হাঁসির মাধ্যমে অামরা গাজীপুরের সভাই মিস করব প্রিয় স্যার অাপনাকে

বর্তমান বিসিএস প্রশাসন একাডেমীর পরিচালক হিসেবে নিয়োগ দেয়ায় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির স্যার কে অভিনন্দন। সফল জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে কাজ করেছেন। গাজীপুর বাসী তাঁকে সব সময় স্বরণ করবে। প্রিয় স্যার অাপনার উজ্জল ভবিষ্যত কামনা করি।

ভালো মানুষের কদর সব জায়গায় থাকে ,এবং এর ইজ্জত আল্লাহ পাক দেয় আমিও দোয়া করি তিনি আরো উত্তর উত্তর তার জীবন সমৃদ্ধ করুক এবং পাশাপাশি জনগণের চাহিদা মত কাজ করতে পারেন এ আশাবাদ ব্যক্ত করছি সালাম জানাই উনাকে ভালো মানুষকে সবসময় বলবো ভালো আর মন্দ মানুষকে বলবো এই মন্দ গাজীপুর জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোঃ হুমায়ুন কবির স্যার সত্যিকার অর্থে ভালো একজন মানুষ ছিলেন গাজীপুরে মানুষের কাছে তুমি খুব কাছাকাছি থেকে মানুষের খোঁজ খবর নিতেন কোন রাজনীতিক ব্যক্তি ও নেয় না কিন্তু তার কাছ থেকে গাজীপুরের মানুষ অনেক সেবা পেয়েছে এ জন্য ওনাকে ধন্যবাদ অভিনন্দন এবং তার সফলতা কামনা করছি।

সূত্র: একজন ফেইসবুক ইউজারের ওয়াল থেকে নেয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *